গাইবান্ধা প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবি

সব শ্রেণির সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জন-উদ্যোগ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জেএসডির সভাপতি লাসেন খান রিন্টু, জন-উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের সম্পাদক ওয়ারেছ আলী, আদিবাসী পারাগানা পরিষদের নেতা নরেন বাস্কে, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা রেজাউল মাস্টার, আদিবাসী যুবনেতা প্রিসিলা মুরমু, আদিবাসী ছাত্রনেতা ব্রিটিশ সরেন, বুদরাই টুটু, আন্দ্রিয়াস মুরমু, জগন্থাথ সরেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close