কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৮

মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে স্থানিয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। উপজেলার শিকারমঙ্গল এলাকার সরদার কান্দি গ্রামে যুদ্ধকালিন কমান্ডার আ. রহিম সরদারের পরিবারকে হামলা মামলা হুমকি দেয়াসহ বিভিন্ন ভাবে হয়রানি করছে প্রভাবশালীরা। ওই প্রভাবশালীদের বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ভূক্তভোগী পরিবারটি। গ্রামবাসী জানায়, শিকারমঙ্গল এলাকার ১০৬নং ভবানিপুর মৌজায় ২৩৩ ও ৫১৫নং খতিয়ানে বি.আর.এস ২৫৫, ২৫৬ ও ২৫৭নং দাগে এক একর ৫৩শতাংশ জমি পৈর্তৃক ও দলিলমূলে মালিক হয়ে ৭০বছর ধরে মরহুম আ. কাদের সরদারের ছেলে মুক্তিযোদ্ধা আ. রহিম সরদার, স্কুল শিক্ষক আঃ আজিজ সরদার, ও আঃ হাকিম সরদার ভোগ দখল করে আসছে। কিন্তু সেখানে ঝামেলার সৃষ্টি করে এলাকার প্রভাবশালী ব্যক্তি হারুন সরদারের ছেলে শওকত সরদার, এনছার সরদার, মিরাজুল সরদার, হায়দার সরদার, মোক্তার সরদার, হারুন সরদার। ওই প্রভাবশলীরা প্রথমে ৫লাখ টাকা দাবী করলে এনিয়ে ভূক্তভোগী পরিবার কোর্টে মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা পরিবারটির ওপর কয়েক দফা হামলা চালায় এবং জোড়পূর্বক জমি দখলের চেষ্টা করে। আর স্কুল শিক্ষক আ. আজিজ সরদার স্কুলে যাওয়ার পথে তাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে অসহায় পরিবারটিকে প্রাণনাশের হুমকী দিয়ে আসছে প্রভাবশালী মহলটি। এ ব্যাপারে ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আ. রহিম সরদার ও স্কুল শিক্ষক আ. আজিজ সরদার প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা গ্রামের শান্তিপ্রিয় মানুষ। কিন্তু আমরা শান্তিপ্রিয় হওয়ায় তারা আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। বিষয়টি সমাধানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close