ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০১৮

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

ভূঞাপুরে মহড়ায় অংশ নিয়ে ৮ শিক্ষার্থী আহত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মহড়ায় অংশ নিয়ে ভূঞাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের আট শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো মনির, শিমুল, মিনহাজ, আমিনুল, সোহান, রিফাত, মিয়াদ ও সাইফ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পা ভেঙে গেছে। জানা যায়, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা দুর্যোগ প্রশমনে ভূমিকম্প ও অগ্নিকান্ড গণসচেতনতাবিষয়ক মহড়া প্রদর্শন করে। মহড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মহড়ার এক পর্যায়ে অর্ডিনারি ব্র্যাঞ্চ পাইপ ছুটে গিয়ে ভূঞাপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মনিরের পায়ে আঘাত লাগে। এতে তার পা ভেঙে যায়। মহড়া চলাকালে উপস্থিত ছিলেন ইউএনও ঝোটন চন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close