পটুয়াখালী প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০১৮

অপহরণের ৩৭ দিন পর কিশোরী উদ্ধার, আটক ১

পটুয়াখালীতে অপহরণের এক মাস ৭ দিন পর আয়শা আক্তার (১২) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরনের সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।

পুলিশ সুপার জানান, জেলার দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামের সাইদুল হাওলাদার কর্তৃক দশমিনা থানায় জিডি সূত্রে পুলিশ অনুসন্ধান শুরু করে। গত ৮ সেপ্টেম্বর কিশোরী আয়শাকে অপহরনের পর থেকে নাম ঠিকানা বিহীন হারুন নামের একজনকে এলাকায় দেখা যাচ্ছে না। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে হারুন নামে ওই যুবক ৮ মাস আগে অভিযোগকারীর শ্যালিকা শাহানাজকে কৌশলে বিবাহ করেন। বিবাহের পর হারুন তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহানাজকে ঢাকায় রেখে আসে। এদিকে পুলিশ কিশোরী আয়শাকে উদ্ধার করতে রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পরে ভিকটিমের পিতা সাইদুল হাওলাদার একটি মামলা করেন। পরে গত ১১ অক্টোবর বৃহষ্পতিবার ঢাকার মুগদা এলাকায় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বাসা থেকে কিশোরী আয়শাকে উদ্ধার এবং হারুনকে আটক করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close