প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৮

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সবাই সচেতন হতে হবে

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই স্লোগানে দেশব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

পটুয়াখালী : পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্তি জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউএনও লতিফা জান্নাতী, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস’র পটুয়াখালী সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার প্রমুখ।

ভোলা : ভোলায় আলোচনা সভা ও র‌্যারিতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম, ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, উপপ্রধান-১ আনোয়ার হোসেন, প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন প্রমুখ।

নওগাঁ : নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, উত্তম কুমার রায়, কামরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা একেএম মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসতানজিদা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএ হায়াত প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আবু সালেহ হাসনাত প্রমুখ।

রংপুর : রংপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এনামুল হাবীব, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের রংপুর জেলা কমান্ডার আবু জাফর আব্দুল্লাহ প্রমুখ।

এদিকে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএনও মামুন অর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান প্রমুখ।

বান্দরবান : বান্দরবানে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, সদর ইউএনও নোমান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীরসহ রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ইউএনও ছানাউল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী, আ.লীগ যুগ্ম- সম্পাদক বরুন কুমার সরকার প্রমুখ।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোস্তফা কামাল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টি. এম মাহববুর রহমান প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও তানভীর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানসহ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও এস এম মাহফুজুর রহমান, পৌর মেয়র কামাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, জেলা পরিষদ সদস্য নজরুর ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজিজ, অফিস সহকারী আবুল কাসেম মিয়া, আলবার্ট সরকার প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, ইউএনও শিমুল কুমার সাহা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, জলবায়ু পরিষদের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. কেরামত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, প্রেস ক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক শহীদ সরোয়ার প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও তৌছিফ আহমদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মলয় কুমার দাস প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও মিতু মরিয়ম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীনূর বশির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা স্কাউটসের সম্পাদক ফরিদ উদ্দিন, প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল সালাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ খুরশিদ আলম মতি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুল আলীম, ফুলবাড়ী প্রেস ক্লাবের সদস্য প্লাবন শুভ, থানা প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোটে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দাউদ হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহ আলমসহ উপজেলার এ আর মডেল উচ্চ বিদ্যালয়, বেগম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শিশু নিকেন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

হরিপুর (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও এম.জে আরিফ বেগ, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা আ.লীগের সম্পাদক জিয়াউল হাসান মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমারপাল প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে র‌্যালিতে উপস্থিত ছিলেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মতিয়ার রহমান, পৌর কাউন্সিলর মেয়াজ্জেম হোসেন খান প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিদষের চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা আরেফিন, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গী আলম প্রমুখ।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মোসলেম উদ্দিন, ইউএনও লীরা তরফদার, সহকারী কমিশনার (ভূমি) শিউলী হরি, পৌর মেয়র গোলাম কিবরিয়া প্রমুখ।

গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুরে ইউএনও মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

মোরেলগঞ্জে (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইউএনও কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়াম্যান ফাহিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন হালদার প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউএনও এ, ডব্লিউ, এম, রায়হান শাহ’র সভাপতিতে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম, সাংবাদিক মোশাররফ হোসেন প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ইউএনও শাহীনুর ইসলাম, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, শাহ আলম রূপন, ক্রীড়া সংস্থার স¤পাদক আবু নাইম ইকবাল, প্রকল্প কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close