বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৩ অক্টোবর, ২০১৮

আদিবাসী কোটা বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পূনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, আদিবাসী যুব পরিষদ ও জনউদ্যোগের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জনউদ্যোগ রাজশাহীর আহবায়ক প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব জুলফিকার আহমেদ গোলাপ, শিক্ষক নেতা অধ্যক্ষ রাজকুমার সরকার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, নারী নেতৃ সোনিয়া বানু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি রতিশ টপ্য, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহবায়ক হুরেন মুর্মু, এইচআরডি সদস্য অনিল রবিদাস প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close