ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

সরাইলে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হারুন চৌধুরী নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হারুন আঁখিতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে। আহতদের মধ্যে সাতজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির।

জানা গেছে, রাস্তা নিয়ে ওই গ্রামের শামছুল হক গোষ্ঠীর সঙ্গে ইউনুস মিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা চলমান। বৃহস্পতিবার সকালে শামছুল হক গোষ্ঠীর লোকজন ওই রাস্তার ওপর দেওয়াল নির্মাণ করতে যান। খবর পেয়ে ইউনুস মিয়ার গোষ্ঠীর লোকজন বাঁধা দেন। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ২০জন আহত হন। নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিরোধপূর্ণ রাস্তার উপর দেওয়াল নির্মাণ করতে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হারুন নিহত হন। সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close