ইবি প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

ইবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সময় বৃদ্ধি করে ১২ অক্টোবর, শুক্রবার রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত বুধবার, ১০ অক্টোবর ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় থাকলেও তা বৃদ্ধি করে আজ শুক্রবার পর্যন্ত করা হয়েছে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন (রেজিস্ট্রেশন ও আবেদন ফি) জমা দিতে পারবে। এছাড়া আগামী ১৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আবেদনকারীরা তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইট http://iu.bigmsoft.com/home এবং আবেদন ফি জমাদান ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’র মাধ্যমে সম্পন্ন করতে পারবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close