সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

সিসি টিভির আওতায় সৈয়দপুর শহর

জঙ্গী ও অপরাধীদের চিহ্নিতসহ নাশকতামূলক কর্মকান্ড দমন করতে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে নীলফামারীর সৈয়দপুর। শহরের প্রায় সব স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানবাহন ও সন্দেহভাজন লোকজনদের ত্বরিত গতিতে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়াও টহল করছেন সাদা পোশাকধারী পুলিশ সদস্য।

জানা যায়, নীলফামারীর সৈয়দপুর হল দেশের অষ্টম বাণিজ্যিক শহর। পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের বসবাস। বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ এ শহরে ভিড় জমায়। দেশের প্রথম শ্রেণির এই পৌরসভাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেন পৌর মেয়র আমজাদ হোসেন সরকার। স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিরাসহ ব্যবসায়ী মহলের পরামর্শক্রমে শহরে প্রায় ৪৬টি সিসি ক্যামেরা বসান। পৌর মেয়র আমজাদ হোসেন সরকার জানান, শহরে চলাচলরত সন্দেহভাজন লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে। প্রায় জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। এর ফলে গত এক বছর ধরে সৈয়দপুর শহরে অপরাধ কর্ম নেই বললেই চলে। আগামীতে নীলফামারী-৪ আসনজুড়ে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান তিনি। গত বুধবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘আলোকিত ও সমৃদ্ধ উপজেলা বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মোমিন বলেন, অল্প দিনের মধ্যেই উপজেলার পাঁচটি ইউনিয়নের নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close