টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

টুঙ্গিপাড়ায় হাতি দিয়ে চাঁদাবাজি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন দোকানে হাতি নিয়ে ভয় দেখিয়ে প্রতিটি দোকান থেকে ১০ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। হাতির ভয়ে দোকানদার টাকা দিতে এক রকম বাধ্য হচ্ছেন। এদিকে, প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। ব্যাবসায়ীরা জানান, প্রতিদিন কয়েক হাজার টাকা হাতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন হাতির মাহুত। হাতির শুঁড় দোকানের সামনে বাড়িয়ে দিলে দোকানদার ভয়ে দোকান থেকে ১০-২০ টাকার নোট বের করে দিতে বাধ্য হন। হাতি দিয়ে এ চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে হাতি পরিচালনাকারী একজন (মাহুত) বলেন, হাতি নিয়ে বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেওয়া হয়। তবে টাকা নেওয়ার সময় কাউকে জোর করা হয় না। লোকজন স্বেচ্ছায় যা দেয় তাই নেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close