লালমনিরহাট প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

কালীগঞ্জে গুল ফ্যাক্টরি অপসারণের দাবি

লালমনিরহাটের কালীগঞ্জে লোকালয় থেকে গুল ফ্যাক্টরি অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষুদে শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানিনগর এলাকায় ব্র্যাক শিশু নিকেতন স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় গুল ফ্যাক্টরি গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন। ওই ফ্যাক্টরিতে সকাল-সন্ধ্যা খোলামেলা পরিবেশে তামাক পাতা গুড়ো করায় বাতাসের সঙ্গে তামাকের গুড়ো মিশে পরিবেশ নষ্ট করছে। এ কারণে পথচারীসহ পাশেই তালুক বানিনগর ব্র্যাক শিশু নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাসে টিকতে পারে না। তামাক গুড়োর গন্ধে অনেকে হাঁচি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে।

ইউএনও রবিউল হাসান জানান, এলাকাবাসীর অভিযোগটি আমলে নিয়ে উভয়পক্ষকে নোটিশ দিয়ে আজ (মঙ্গলবার) শুনানি চলছে। তবে অভিযুক্ত এ গুল ফ্যাক্টরির পরিবেশগত ছাড়পত্র রয়েছে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close