উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

উখিয়ায় শতাধিক স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়া সদরের প্রাণ কেন্দ্রে পথচারীর যাতায়াতের পথ বন্ধ করে গড়ে উঠা অবৈধ শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ইউএনও নিকারুজ্জামান চৌধুরী। এদিকে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী, সুশীল সমাজ এবং ব্যবসায়ীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, গত বছরের ২৫ আগস্টের পর কক্সবাজার-টেকনাফ সড়কের দুই পাশে কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তুলে মৌসুমি ব্যবসায়ীরা। এতে স্থানীয় পথচারীদের চরম দুর্ভোগের পাশাপাশি সড়ক দুর্ঘটনা এবং সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে উখিয়া উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার উখিয়া সদরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান চৌধুরী জানান, পথচারীর দুর্ভোগ ও যান চলাচল বিঘিœত হওয়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close