শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

৯ দফা দাবিতে জেলেদের মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় ৯ দফা দাবিতে সমুদ্রগামী জেলেরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্যজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মৎস্য ব্যবসায়ী, ফিশিং ট্রলার মালিক, জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। জেলেদের দাবিগুলো হচ্ছে জেলেদের নিরাপত্তা প্রদান, জলদস্যু ও বাংলাদেশ জলসীমানায় ভারতসহ বিদেশি জেলেদের অনুপ্রবেশ রোধ, র‌্যাব-কোস্টগার্ড-নৌবাহিনী ও বনবিভাগের পূর্ণ সহযোগিতা, ফিশিং ট্রলারে জিপিএস, ওয়ারলেস ও ওয়াকিটকি প্রদান, শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা, লাইফ জ্যাকেট ও বয়া প্রদান প্রভৃতি।

উপজেলা মৎস্য আড়ত চত্বরে জেলে সমাবেশে বক্তব্য দেন ইউএনও লিংকন বিশ্বাস, মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক রফিকুল ইসলাম কালাম, শরণখোলা থানার ওসি দিলীপ কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার সরকার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close