চবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

চবি ভর্তিযুদ্ধ

প্রতি আসনে পরীক্ষার্থী ২৮ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮ জন শিক্ষার্থী । ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ২ শত ৪৭ টি। আবেদনের সময় শনিবার শেষ হলেও শিক্ষার্থীদের সুবিধার্থে গতকাল (রবিবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা জমা নেয়া হয় । বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী বলেন, চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিটের অধীনে মোট (কোটাসহ) ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে ১ লাখ ৩৬ হাজার ২৪৭ জনের আবেদন জমা পরেছে । সে হিসেবে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ) ১ হাজার ৪৭৬টি আসনের বিপরীতে আবদেন করেছে ৪৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী । ‘বি’ ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদ) ১ হাজার ৪২৯টি আসন, ‘সি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ৭৫২টি আসন, ‘ডি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও অন্যান্য অনুষদ) ১ হাজার ৯৮টি আসন আছে। পাশাপাশি ‘বি-১’ (নাট্যকলা, চারুকলা ও সংগীত) উপইউনিটে ১২৫টি আসন ও ‘ডি-১’ (শিক্ষা অনুষদ) উপইউনিটে ৪৬টি আসন আছে। এ উপইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ৪৬ জন সর্বোচ্চ আবেদন করেছেন। তিনি আরও জানান, এ বছর এক মুহূর্তকালের জন্যও ভর্তির আবেদন প্রক্রিয়া ব্যাহত হয়নি। ‘আগামীল্যাব’ এর সহায়তায় এবং আমাদের নিজস্ব প্রোগ্রামারদের তত্ত্বাবধানে ৩২ বার ‘রোবটিক অ্যাটাক’ হলেও আমরা সাইটটিকে সুরক্ষিত রাখতে পেরেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close