জাককানইবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৮

কবি নজরুলকে চর্চা করতে হবে

জাককানইবি উপাচার্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য প্রফেসর এএইচএম মোস্তাফিজুর রহমান বলেছেন, কাজী নজরুলকে ধারন ও লালন করতে হলে তাকে নিয়ে চর্চা করতে হবে। কবির ভাবনাকে ধারন করে তা বাস্তবায়নে কাজ করতে হবে । আর তা বাস্তবায়নের মধ্য দিয়ে মানবমনে সুন্দরের বোধন ঘটাতে হবে। গতকাল সোমবার কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য উপাচার্য এসব কথা বলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রশিদুন নবী, ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, শিক্ষক সমিতির সম্পাদক শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মাসুম মোকাররম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. সুজিত সরকার, প্রফেসর ড. নজরুল ইসলাম প্রমুখ।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট ১২জন শিক্ষার্থীকে সনদ ও চেক প্রদান করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close