চট্টগ্রাম ব্যুরো

  ০৮ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামে পৃথক স্থান থেকে ৬৫ হাজার ইয়াবা জব্দ : আটক ৫

চট্টগ্রাম নগরীতে বাঁশের ঝাড়–র হাতলে ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা পাচারকালে তিনজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাতে নগরীর স্টেশন রোডে হোটেল মার্টিন নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সোহেল হোসেন (২৮), ফয়সাল ইসলাম রিপন (৩৮) ও মানিক (৩২)। চট্টগ্রামের র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, ‘কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করার পর ঝাড়–র হাতলের মধ্যে নেওয়া হয়েছিল। ঢাকার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা তিনজন হোটেলে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটকসহ ইয়াবাগুলো জব্দ করা হয়।’

অন্যদিকে নগরিতে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। গতকাল রোববার সকালে নগরির কোতোয়ালী থানাধীন মেরীর্নাস রোডের পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের রামু থানার মন্ডলপাড়ার অজিত দাশের ছেলে সুমন দাশ (৩১) ও ভোলার দৌলতখাঁ থানার চর খলিপ এলাকার তাজুল ইসলামের ছেলে মো. মোরশেদ (২৩)।

নগরির গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) এসএম মোবাশে^ও হোসাইন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো দেলোয়ার ও কালাম নামের পলাতক দুই আসামির সহায়তায় পাচার করছিল তারা। গাড়ির পিছনে বডির ভিতরে ডান এবং বাম পাশের উপরের অংশে বিশেষ কায়দায় বানানো বক্সে লুকিয়ে রাখা হয়েছিল উদ্ধার করা ৫০ হাজার ইয়াবা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close