সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৮

সিরাজগঞ্জে ক্রসবার বাঁধের তিনটি অংশে ৬০ মিটার ধস

সিরাজগঞ্জের শহর রক্ষার যমুনা নদীর ৩নং ক্রসবার বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। তিন ঘণ্টার ব্যবধানে বাঁধের প্রায় ৬০ মিটার জুড়ে ৩টি স্থানে ধস নেমেছে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী রণজিত কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সড়ে যাচ্ছে। সে কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঁধের ৬০ মিটার অংশ ভেঙে গেছে বলে তিনি জানান।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘ভাঙনরোধে এরই মধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনঃসস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close