ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৮

ঠাকুরগাঁওয়ে ৮০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর

ঠাকুরগাঁও সদর উপজেলার দারাজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৮০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষাব্যবস্থাকে আরো উন্নত করতে সরকার বিদ্যালয়গুলোয় একাডেমিক ভবন দিচ্ছে। এতে শিক্ষার্থীরা সুন্দরভাবে পাঠদান গ্রহণ করতে পারে। এ সরকারের জন্যই দেশে শিক্ষার মানোন্নয়ন হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াসউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ অ্যাপোলো, জেলা ছাত্রলীগের সম্পাদক সানোয়ার পারভেজ, দেবীপুর ইরূপ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close