রংপুর ব্যুরো

  ০৮ অক্টোবর, ২০১৮

নিরাপদ পানি ও স্যানিটেশন কর্মশালা

নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত অধিকার অর্জনে বর্তমান সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে। ৭ম পঞ্চম বার্ষিক পরিকল্পনা ও তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারী এ কথা বলেন। গতকাল রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নত পানি সরবরাহ, আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানির নিশ্চয়তা এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারে কাজ করছে সরকার। এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন এলজিইডির পলিসি সাপোর্টের যুগ্ম সচিব আবদুর রউফ ও জেলা প্রশাসক এনামুল হাবীব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close