বাগেরহাট প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৮

সুন্দরবনে দুই জেলে অপহরণ মুক্তিপণ দাবি

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা এলাকা থেকে দুই জেলেকে অপহরণ করা হয়েছে। পরিবারের দাবি মুক্তিপণের আদায় করতে তাদের আপহরণ করেছে বনদস্যু ছত্তার বাহিনী। গত শনিবার বিকেলে জেলেরা মাছ ধরে নৌকায় বাড়ি ফেরার পথে তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতীর ছেলে মিজান বয়াতী (২৫) ও লুৎফর তালুকদারের ছেলে সুজন তালুকদার (২০)। তাদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা করে দাবি করেছে বনদস্যুরা।

গতকাল রোববার সকালে ফিরে আসা অন্য জেলেরা জানান, এক সপ্তাহ আগে ছয় জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পারমিট নিয়ে বনে মাছ ধরতে যান। মৎস্য আহরণের নিষেধাজ্ঞার শেষ দিন তারা ফেরার সময় বনদস্যু ছত্তার বাহিনী ছয় জেলের মধ্য থেকে দুজনকে মুক্তিপনের দাবীতে অপহরণ করে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অপহরণের বিষয় খোঁজ নিয়ে তাদের উদ্ধারে অভিযান চালানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close