উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

উল্লাপাড়ায় দেয়ালিকা পত্রিকা প্রতিযোগিতা

সহনশীলতা, সহযোগিতা, সৌহার্দ ও সম্প্রীতিকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা-মহাবিদ্যালয় দেয়ালিকা পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উপজেলার বিআরডিবি মিলনায়তনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইআই) ও গ্লোবাল এ্যাফেয়ার্স এ প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতায় উল্লাপাড়া কামিল মাদ্রাসা ও বড়হর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী যুব সম্প্রীতি সংঘের সদস্যরা অংশগ্রহণ করে। গবেষণা প্রতিষ্ঠন গ্লোবাল এ্যাফেয়ার্সের স্থানীয় সমন্বায়ক অধ্যাপক আব্দুদ দাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিইআই মহাপরিচালক মোহাম্মাদ হুমায়ন কবির। প্রতিযোগিতায় বড়হর স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও উল্লাপাড়া কামিল মাদ্্রাসা প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, মাদ্্রাসার ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক এ আর জাহাঙ্গীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close