দোহার (ঢাকা) প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বিক্রয়কর্মীর ওপর হামলার প্রতিবাদে দোহারে ব্যবসায়ীরা

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পূর্ব বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে বিক্রয়কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। গতকাল রোববার সকালে জয়পাড়া পূর্ব বাজারের ব্যবসায়ীরা এক ঘণ্টা দোকান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করে। পরে ইউএনও বরাবর স্মারকলিপি দেয় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর, গত বুধবার বিকেলে জয়পাড়া পূর্ব বাজারের আদর্শ লাইব্রেরির সামনে জয়পাড়া পরিবহনের বাস রাখাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় লাইব্রেরির বিক্রয়কর্মী মেহেদীর সঙ্গে। এক পর্যায়ে ওই বাসের ড্রাইভার ও হেলপার লোকজন নিয়ে দোকানের ভেতর প্রবেশ করে মেহেদীকে মারধর করতে থাকে। এ ঘটনায় হামলাকারী মোহাম্মদ, আকাশ, আজাহার শেখ ও শাহিন শেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এদিকে, ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জয়পাড়া পূর্ববাজার উন্নয়ন সমিতির উপদেষ্টা আলমগীর চৌধুরী, সহসভাপতি হাসি ও সাংগঠনিক সম্পাদক সোলায়মান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close