প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

চাকরি জাতীয়করণের দাবিতে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ, বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের আযোজনে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সংগঠনের নেতারা সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের সকল দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমান পদ গুলোর পদবী এবং বেতন স্কেল পরিবর্তন করার দাবি জানিয়েছে। তারা আরো দাবি করেন সরকারি কলেজের কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর বেসরকারী কর্মচারীদের চাকুরি সরকারি করন করতে হবে। প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম : চট্টগ্রামে ঐক্য পরিষদের সহসভাপতি মো. জাহেদ হোসেন খোকার সভাপতিত্বে ও সম্পাদক মো. নিজামউদ্দিন ভুঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হেলাল হোসেন, মো. সফিউল আজম, মো. ইসমাইল হোসেন, শেখ ফরিদ, আমিনুর রহমান, মো. মজিবুর রহমান, শাহে নেওয়াজ মামুন, লুৎফর রহমান প্রমুখ।

নাটোর : নাটোরে সরকারী স্কুল ও কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়নের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গৌর চন্দ্র জোয়ার্দার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, আফরোজা খাতুন, মাহবুব আলম সহ নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ : সুনামগঞ্জে মানববন্ধনে বক্তব্য দেন জেলা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক মারজান আহমেদসহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান সোহাগ, সদস্য নাজমা আক্তার প্রমুখ।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেয়।

জেলা সরকারি স্কুল ও কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি দবিরুল ইসলাম, জেলা সরকারি স্কুল ও কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি সাথী রাণী, সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়া মানববন্ধনে উপজেলা কর্মচারী সমিতির সভাপতি তপন কুমার ভাস্কর ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি কলেজের ৩য় শ্রেণির কর্মচারী সমিতির সদস্য সাইফুল্লাহ, ইয়াছিন আলী, আয়ুব আলী, পরিতোষ কুমার বিশ্বাস, সনজিত কুমার দাস, হোসনেয়ারা খাতুন প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধনে বক্তব্য রাখেন অফিস সহকারী ধীরেন্দ্র কুমার সরকার, কম্পিউটার অপারেটর তানভীর আহমেদ, অফিস সহায়ক মো. ছানোয়ার হোসেন, মিলন তাতী প্রমুখ। মানববন্ধনে বক্তারা স্ব-স্ব কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারীকরণ ও সকল প্রকার সরকারি সুযোগ সুবিধার দাবী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close