উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

পৌর বাস টার্মিনাল উদ্বোধনের এক বছরেও চালু হয়নি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল উদ্বোধনের এক বছর পূর্ণ হচ্ছে আজ শুক্রবার। কিন্তু উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বাস টার্মিনালটি।

জানা যায়, উল্লাপাড়া পৌরসভার উদ্যোগে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে বাখুয়া খলিশাগাড়ী বিল এলাকায় প্রায় এক একর জায়গা নিয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। এ টার্মিনালের পেছনে ভূমি ক্রয়সহ অবকাঠামো নির্মাণে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় হয়েছে। উল্লাপাড়া পৌরসভার অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি ও শহর যানজটমুক্ত রাখতে এটি নির্মাণ করা হয়েছে। গত বছরের ২১ সেপ্টেম্বর টার্মিনালটি উদ্বোধনের পর আর চালু হয়নি। নগরবাড়ী মহাসড়কে চলাচলকারী বাসগুলোর একটিও একদিনের জন্য টার্মিনাল হয়ে চলাচল কিংবা ব্যবহার করেনি বলে জানা যায়। মূল সমস্যা ছিল বিদ্যুৎ ব্যবস্থা। অতি সম্প্রতি এর সমাধান হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। স্থানীয় বিভিন্ন পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে ইতোমধ্যেই বৈঠক হয়েছে। এ টার্মিনাল চালুতে তাদের সহযোগিতা ও পদক্ষেপ চাওয়া হয়েছে। টার্মিনালটির বাৎসরিক ইজারা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আছে। দ্রুত এটি ইজারা প্রদান ও চালুর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close