কক্সবাজার প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

হকারের কাছে স্মার্টকার্ড বিতরণকারী কর্তৃক চাঁদা দাবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কেন্দ্রের বাইরে স্মার্টকার্ডের ‘নিরাপত্তা প্যাকেট’ বিক্রির সাথে জড়িত হকারদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্মার্টকার্ড বিতরণকারী কর্মীদের বিরুদ্ধে। হকাররা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান, চকরিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে গত ১৬ আগস্ট থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। ইতিমধ্যেই চকরিয়া পৌরসভায় নয়দিন, চিরিঙ্গায় তিনদিন, কাকারায় চারদিন ও হারবাংয়ে পাঁচদিন স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এখন শুরু হবে বরইতলী ইউনিয়নে। আর এসব কেন্দ্রের বাইরে স্মার্ট কার্ড নিরাপদে রাখার জন্য বিশেষভাবে তৈরি প্যাকেট বিক্রি করেন কয়েকজন হকার। ইতিপূর্বে কক্সবাজার জেলা শহরসহ যেসব জায়গায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে সব কেন্দ্রের বাইরে হকাররা এসব প্যাকেট বিক্রি করেছেন। কিন্তু চকরিয়ায় দায়িত্ব পালনকারী স্মার্ট কার্ড বিতরণকারীরা ওই সব প্যাকেট বিক্রি করলে হকারদের কাছ থেকে নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে স্মার্ট কার্ড বিতরণকারীরা এসব প্যাকেট অবৈধ বলে মাইকে ঘোষণা দেন এবং কাউকে না কিনতে নির্দেশ দেন। এমনকি হকারদের ভ্রাম্যমান আদালত ও পুলিশ দিয়ে শাস্তি দেয়ার হুমকি দেন। এ অবস্থায় স্থানীয় হকার ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় রুবেল, আবদুল মান্নান, জেকি, মামুনসহ বেশ কয়েকজন হকার অভিযোগ করে জানান, র্স্মাট কার্ড বিতরণ কেন্দ্রের বাইরে তারা স্মার্ট কার্ডের নিরাপত্তা প্যাকেট বিক্রি করেন। এসব বিক্রি করে তাদের সংসার চলে। এসব প্যাকেট বিক্রি অবৈধ কিছু নয়। কিন্তু এসব প্যাকেট বিক্রি করতে গিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করছে স্মার্ট কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত মনছুর, পলাশ ও রেজা নামের তিনজন কর্মী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close