মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছে ছাত্রছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকালে এসব কর্মসূচি পালন করে তারা। পরে কাঁঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (গণিত) আবদুল গাফফারের নিজ বাড়িতে কোচিংয়ে পড়তে যায় ওই শিক্ষার্থী। পড়া শেষে অন্য শিক্ষার্থীরা চলে যায়। ভুক্তভোগী ওই ছাত্রীকে অপেক্ষা করতে বলেন। পরে শিক্ষক গাফফার ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে সে চিৎকার করে। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। ওইদিনই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর-রশিদের কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল এবং ক্লাস বর্জন করে। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিব হোসেন, সোনিয়া ও নাইমা আক্তার বলেন, অভিযুক্ত শিক্ষক আবদুল গাফফার এর আগেও এ রকম ঘটনা ঘটিয়েছেন। লোকলজ্জার ভয়ে আমরা মুখ খুলিনি। অভিযুক্ত শিক্ষক আবদুল গাফফার বলেন, আমার সঙ্গে কোনো ছাত্রীর এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমাকে ওই বিদ্যালয় থেকে সরানোর জন্য এ ষড়যন্ত্র করা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ঘটনার পরেই তাৎক্ষণিকভাবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনওকে অবহিত করিছি। তিনিই ব্যবস্থা নেবেন।

ইউএনও শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close