খাগড়াছড়ি প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

খাগড়াছড়ির জার্মপ্লাজম কেন্দ্র

পাহাড়ের বিপন্ন প্রজাতি বৃক্ষ রক্ষায় অভয়ারণ্য

পাহাড়ের বিপন্ন প্রজাতির বৃক্ষ রক্ষায় খাগড়াছড়িতে গড়ে তোলা হচ্ছে জার্মপ্লাজম কেন্দ্র। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার প্রায় শতাধিক আদি বৃক্ষসহ বিলুপ্ত বা বিপন্ন প্রজাতির বৃক্ষ স্থান পাবে জার্মপ্লাজম কেন্দ্রটিতে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে কেন্দ্রটি নির্মিত হবে। পার্বত্য জেলা খাগড়াছড়ি শহরের অদূরে মাটিরাঙার আলুটিলা পর্যটন নগরী এলাকায় প্রায় ৮০ একর পাহাড়ি টিলার ওপর জার্মপ্লাজম কেন্দ্রটির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। গত ১৭ সেপ্টেম্বর, সোমবার কেন্দ্রটি উদ্বোধন কালে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘পাহাড়ের প্রাকৃতিক বন আজ ধ্বংসের পথে। এখানকার প্রায় পাঁচ হাজার ছড়া বা পানির উৎসমুখ প্রায় শুকিয়ে যাচ্ছে। কেবল পাবলাখালি বা বান্দরবানের কিছু অংশে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। এ ছাড়া রিজার্ভ ফরেস্টের বাইরেও পাহাড়ের কিছু মৌজা বন আছে।’ এসব মৌজা বা পাড়া বন রক্ষায় পার্বত্য জেলা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জার্মপ্লাজম কেন্দ্রটি পাহাড়ের বিপন্ন প্রজাতি বৃক্ষ রক্ষার অভয়ারণ্য হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘অতীতে পাহাড়ে রাবার বাগান সম্প্রসারণের কারণে অনেক প্রাকৃতিক বন নষ্ট হয়েছে। ভবিষ্যতে পাহাড়ে নতুন করে আর কোনো রাবার বাগান সৃজন বন্ধ করা হবে।’ জার্মপ্লাজম কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বনভূমি রয়েছে তবে এসব বনভূমি ধ্বংস বা উজাড় হওয়ার পেছনে বন বিভাগের যথেষ্ট অবদান রয়েছে। বন বিভাগ পাহাড়ের কোনো বন সৃষ্টি করছে না বরং উজাড় করছে। বন বিভাগের উদাসীনতার কারণে বন থেকে আদি বৃক্ষ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি এই জার্মপ্লাজম কেন্দ্র রক্ষায় এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।’ অতিরিক্ত সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে উদ্বোধন সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আরণ্যাক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, উপদেষ্টা জাফর আহমদ, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, নবাগত জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানসহ প্রমুখ। এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আরাফাত হোসেন পি এস সি, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশসহ অন্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close