ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আল আমিন শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনের ১নং প্লাটফর্মটি অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদারপাড়া গ্রামের আবদুর রাকিব খানের ছেলে। তিনি ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোলার শহিদুল ইসলাম প্রিন্স জানান, নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ায় লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামেনি। কিন্তু স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের গতি কম থাকায়। এ সময় চলšত্ম ট্রেন থেকে নামতে গিয়ে আল আমিন শেখ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের ওসি সুবির দত্ত জানান, স্টেশনের ১নং প্লাটফর্মে দুর্ঘটনাটি ঘটায় ট্রেন চলাচল কিছুটা বিঘিœত হয়। পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদšত্ম ছাড়াই লাশ স্বজনদের কাছে হ¯ত্মাšত্মর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close