শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। গতকাল বুধবার দুপুরে ব্যানবিজ নামক একটি জুতা তৈরি কারখানার শ্রমিকরা এ অবরোধ করে। পরে শিল্প ও শ্রীপুর থানা পুলিশ এসে বেতনের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত জুলাই ও আগষ্ট মাসের বকেয়া বেতন এই মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতনের টাকা না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন ভাতা দেয়ার কথা ছিল। বেতনের টাকা না দেয়ায় তারা বিক্ষোভ শুরু করে।

গাজীপুর শিল্প পুলিশের গিভেন্সী ক্যাম্পের পরিদর্শক হাবিব ইস্কান্দার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) শরীফ মাহমুদ জানান, নানা ধরনের প্রতিবন্ধকতায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে, তবে বকেয়া বেতন খুব দ্রুত সময়ে পরিশোধ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close