ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৮

ফুলবাড়ী সীমান্তে ২৭টি ভারতীয় সাইকেল জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ২৭টি ভারতীয় বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব সাইকেলের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানান বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক ৯৩২নং মেইন পিলার থেকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠ এলাকায় শিমুলবাড়ী ও বালারহাট ক্যাম্পের বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি দেখে চোরাকারবারিরা ভারতীয় হিরো রয়েল ও বিএস ডিলেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন বাইসাইকেলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ২৭টি ভারতীয় বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত বাইসাইকেলগুলো শিমুলবাড়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নূর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close