ভোলা প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপির নির্যাতনের স্মৃতি মানুষের মনে আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হত্যা, লুটপাট করেছে, অনেক অপকর্ম করেছে, এমন কোন নেতা নেই যে বিএনপির অত্যাচার থেকে রক্ষা করেছে। সেই স্মৃতি এখনও মানুষের মনে আছে। গত সোমবার রাতে ভোলায় উন্নয়ন কনসার্ট উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিগত সময়ে কেউ ভোলার নদীভাঙন রোধ করেনি। প্রধানমন্ত্রী নদীভাঙন রোধে তিন হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। দেশের গ্রামগুলো শহরে পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর তার বক্তেব্যে বলেন, দেশের প্রতিটি গ্রামে-গ্রামান্তরে উন্নয়নের ছোয়া লেগেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ। এরআগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শেষে কণ্ঠশিল্পী রেশমি মির্জা, অনুরাধা মুক্তি, হৃদয় খান, ফিডব্যাক ব্যান্ডের শিল্পীরা ও কণ্ঠশিল্পী মমতাজ সংগীত পরিবেশন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close