মৌলভীবাজার প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারে অর্ধদিবস হরতাল

মৌলভীবাজার জেলায় সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সচেতন নাগরিক ফোরাম (সনাফ) মৌলভীবাজার। গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সনাফ মৌলভীবাজারের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক। লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করা হবে। লিখিত বক্তব্যে মোয়াজ্জেম হোসেন মাতুক বলেন, দীর্ঘদিন থেকে এ জেলায় সরকারি মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন হচ্ছে। কিন্তু সংশ্লিষ্টদের ঠনকই নড়ছে না।

এ সময় অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায় জেলাবাসী রাজপথে থেকে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে বাধ্য করবে বলে হুশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরাম (সনাফ) সম্পাদক খালেদ সাইফুল্লাহ, মতিউর রহমান শিমুল, তোয়াহিদ আহমদ, মুনাইম কবির, শাহান আহমদ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close