শাবিপ্রবি প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

শাবিপ্রবিতে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতে সম্মেলন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘উচ্চশিক্ষায় গুণগতমান নিশ্চিতকরণ ও আইকিউএসির করণীয়’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পাশাপাশি উচ্চ শিক্ষার মানোন্নয়নের করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাশিউরেন্সের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close