তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ব্রিজের কাজ শেষ না হতেই ভাঙন

সিরাজগঞ্জের তাড়াশে বক্স কালভার্টের কাজ শেষ হতে না হতেই ভেঙে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তালম ইউনিয়নের গোন্তা ও উপর সিলেট সংযোগ সড়কের রাস্তার বক্স কালভার্ট ভেঙে যায়। উপজেলা প্রকৌশলী অফিস থেকে এডিবি অর্থায়নে ১৭-১৮ অর্থবছরের বরাদ্দকৃত তহবিলের একটি প্যাকেজের পাঁচটি বক্স কালভার্ট কাজ করার আহ্বান করা হয়। কাজটি পান তাড়াশের আবদুর রাজ্জাক কনস্ট্রাকশন। কাজগুলো হলো মাধাইনগর ইউনিয়নের কাস্তা হতে গুরমা রাস্তায় দুটি, বারুহাস ইউনিয়নের কুসুম্বী রাস্তায় একটি, বলভা রাস্তায় একটি ও তালম ইউনিয়নের ওপর সিলেট রাস্তায় একটি। তবে পাঁচটি বক্স কালভার্টের কাজ মাত্র এক মাসের মধ্যে শুরু করে তা শেষও করেছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এলাকাবাসীর অভিযোগ, তালম ইউনিয়নের ওপর সিলেট রাস্তায় যে বক্স কালভার্টটি এক সপ্তাহ আগে নির্মাণ করা হয়েছে তা অটোরিকশা পার হতেই এর ছাদ ভেঙে যায়। ছাদটি ভাঙার ফলে দেখা গেছে যে এর মধ্যে কোনো রড ব্যবহার করা হয়নি। এ ছাড়াও নিম্নমানের খোয়া ও বালু হওয়ায় ছাদটি ভেঙেছে বলে এলাকাবাসীর ধারণা। পাঁচটি বক্স কালভার্টের মধ্যে একটির অবস্থা যদি এ রকম হয় বাকি চারটির অবস্থা কী? এদিকে, উপজেলা নকশাকার উপসহকারী প্রকৌশলী রাশেদ বিগত ১১ বছর ধরে তাড়াশে অবস্থান করে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগসাজশে কাজ করে যাচ্ছেন বলে অনেকের ধারণা। এ ব্যাপারে উপজেলা নকশাকার উপসহকারী প্রকৌশলী ও এস ও রাশেদ বলেন, পাঁচটি বক্স কালভার্টের মধ্যে তিনটির ছাদ ঢালাইয়ে আমি উপস্থিত ছিলাম। বাকি দুটি ঢালাইয়ে ঠিকাদার প্রতিষ্ঠান আমাকে জানায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close