সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

আড়াই মেট্রিক টন চাল জব্দ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি গুদাম থেকে খাদ্য অধিদফতরের ৪৭ বস্তা (প্রায় আড়াই মেট্রিক টন) চাল জব্দ করেছে প্রশাসন। গত শনিবার রাতে এ উদ্ধার অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও (এসিল্যান্ড) ফিরোজ আল মামুন। এ সময় ঘর মালিক মাসুদ সরকার ও কালোবাজারি ছামিউল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতপোয়া ইউনিয়নের জন্য খাদ্য অধিদফতরের বরাদ্দকৃত বিভিন্ন কর্মসূচির চাল কিনে পরিষদ ভবন সংলগ্ন গুদামে জমা করেন স্থানীয় মোজাম্মেল হকের ছেলে শান্ত এন্টারপ্রাইজের মালিক কালোবাজারি ছামিউল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত ইউএনও ফিরোজ আল মামুন পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় গুদামের তালা ভেঙে খাদ্য অধিদফতরের ৪৭ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও ফিরোজ আল মামুন জানান, ‘জব্দকৃত চালগুলো সাতপোয়া ইউনিয়ন এলাকার জন্য সরকারি বরাদ্দের। তবে কোনো কর্মসূচির তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close