পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

শিবপুরে ডাকাতি ১০ ভরি স্বর্ণ ও টাকা লুট

নরসিংদীর শিবপুর উপজেলার নগর বাচ্চু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৬টি মুঠোফোন লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। ডাকাতিতে বাধা দেওয়ায় আশিক মোল্লা নামের এক গৃহকর্তা ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন। গত শুক্রবার রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙে বাচ্চু মোল্লার বাড়িতে হানা দেয়। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা আলমারির লকার ভেঙে নগদ চার লাখ সাত হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ছয়টি মুঠোফোন লুট করে নিয়ে যায়।

বাচ্চু মোল্লার ছেলে রফিকুল মোল্লা জানান, গেটের (দরজার) তালা কেটে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। চিৎকার না করতে নিষেধ করে। কিন্তু আশিক তাদের বাধা দিতে গেলে ডাকাতরা তাকে কোপ দেয়। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close