ঝিনাইদহ প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ঝিনাইদহে অপহরণের ৩ দিন পর যুবক উদ্ধার, আটক ১

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে অপহরনের ৩দিন পর সুজন আহম্মেদ (২৩) নামের এক যুবককে উদ্ধার করে পুলিশ। এ সময় শাহরিয়ার রহমান মামুন নামে অপহরণ কারীকে আটক করা হয়।

অপহৃত সুজন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুরের বিশু মিয়ার ছেলে। আটক শাহরিয়ার কোটচাঁদপুর শহরতলীর কলেজ স্ট্যান্ডের মসিয়ার রহমানের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গত ১১ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর-মহেশপুর সড়ক থেকে সুজনকে একদল অপহরণকারী সুজনকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা সুজনের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

এ বিষয়ে সুজনের পরিবার থানায় অভিযোগ করে। পুলিশের পরামর্শে অপহরণকারীদের সঙ্গে কথা বলে ৫ লাখ টাকায় সুজনকে ফেরত দিতে সম্মত হয় তারা। চুক্তি অনুযায়ী গতকাল শুক্রবার কোটচাঁদপুর বলুহর মৎস হ্যাচারী এলাকায় দুপক্ষের মধ্যে টাকা ও বন্ধি বিনিময়ের কথা ছিল।

এর আগে ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সঙ্গিয় ফোর্স ছদ্মবেশে সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে শাহারিয়ার রহমান মামুন (৪৩) নামে এক অপহরণকারী আটক করে। এ সময় অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close