পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

পাইকগাছার চিকিৎসা ব্যবস্থা

সরকারি নীতিমালা ছাড়াই গড়ে উঠেছে ক্লিনিক ও প্যাথলজি

প্রতি বছর ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী

খুলনার পাইকগাছায় সরকারি নীতিমালা ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক ও প্যাথলজি। যেখানে নেই নিয়মিত ডাক্তার, দক্ষ নার্স ও উপযুক্ত পরিবেশ। ইতোমধ্যে কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে বন্ধ ক্লিনিক চালু রাখায় আশালতা ক্লিনিকের মালিক দেবাশীষকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সদর, কপিলমুনি, বাঁকাসহ কয়েকটি ইউনিয়নে এসব বেসরকারি ক্লিনিক ও প্যাথলোজি দেখা যায়। প্রতি বছর কোনো না কোনো ক্লিনিকে ২-১টি রোগী মারা যায়। যা নিয়ে সে সময় সংবাদপত্রে লেখালেখি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসলেও ২-১ দিন যেতে না যেতেই আবারও পূর্বের অবস্থানে ফিরে যায়। চলতে থাকে ক্লিনিকের কার্যক্রম। প্যাথলোজিগুলোতে ডাক্তার, নার্স ও এক শ্রেণির দালালরা রোগী আসলেই পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। পরে সন্ধ্যায় নিজ নিজ প্যাথলোজি থেকে তারা কমিশন আদায় করেন। উপজেলার বেশির ভাগ ক্লিনিক, প্যাথলোজি ও ডেন্টাল হাসপাতালগুলোতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চলছে। এসব ক্লিনিকে সার্বক্ষণিক কোনো ডাক্তার নেই, নেই নার্স। যেকোনো ধরনের রোগী আসলেই ভর্তি করাতে এতটুকু কার্পন্ন তাদের মধ্যে নেই। তবে ক্লিনিকগুলোর সামনে অধিকাংশ দেয়ালজুড়ে অসংখ্য ডাক্তারের নাম, ঠিকানার দেখা যায়। বলতে গেলে, সে সব ডাক্তারের অবস্থান নেই পাইকগাছাতে। এক প্রকার প্রতারণার মাধ্যমে হাতুড়ি বা কোয়াক ডাক্তাররা বিভিন্ন অপারেশনের ঝুঁকি নিয়ে থাকেন। যার ফলে অনেক রোগীদের মৃত্যু ঘটেছে। এদিকে, আশালতা ক্লিনিক লাইসেন্সবিহীন ও কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে কার্যক্রম পরিচালনা করায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল আউয়াল গত বুধবার মালিককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। বিভিন্ন ক্লিনিকগুলোতে প্রায় একই অবস্থা বিরাজ করলেও সেদিকে কর্তৃপক্ষের এতটুকু নজর নেই বলে অভিযোগ পাওয়া যায়। দ্রুত এসব প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ জনগণ ভোগান্তি থেকে রক্ষা পাবে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মুকুল কুমার মজুমদার জানান, আমার যোগদানের পর একটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য ক্লিনিক বা প্যাথলোজিগুলোতে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আস্বস্ত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close