গাইবান্ধা প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

গাইবান্ধায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

গাইবান্ধা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দফা তদন্ত হয়েছে। গত বৃহস্পতিবার রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. আবদুল ওয়াহাবের নির্দেশে এ তদন্ত অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পিটিআই সুপার মোছা. শামছিয়া আখতার বেগমের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রায় দেড় শতাধিক প্রাথমিক শিক্ষকের কাছ থেকে তদন্ত কমিটি লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং তাদের বক্তব্য শোনেন। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা আবদুস সালামেরও বক্তব্য নেন তারা। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডলের নেতৃত্বে গত সোমবার অপর একটি তদন্ত টিম প্রথম দফা তদন্ত সম্পন্ন করেন। উল্লেখ্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম গাইবান্ধা সদরে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে শিক্ষকরা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তারা লিখিতভাবে জেলা প্রশাসক ও রংপুর বিভাগীয় উপপরিচালকের কাছে অভিযোগ দেয়। এরই পরিপ্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ‘আবদুস সালাম তদন্তের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয় ফাঁকি দেওয়া এক শ্রেণির তদবিরবাজ শিক্ষকদের বিদ্যালয়মুখী করতে গিয়ে তাদের মিথ্যা অভিযোগে এ তদন্ত অনুষ্ঠিত হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close