ভোলা প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ভোলায় আদালত স্থানান্তর

চরে গিয়ে দিতে হবে সদরবাসীর হাজিরা

ভোলায় নবসৃজিত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জেলা শহর থেকে চরফ্যাশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলা জেলার আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে আইনজীবী সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হলে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি বাড়বে। এ আদালতের এখতিয়ার যেহেতু সমগ্র ভোলা জেলায় সে ক্ষেত্রে ভোলা সদরের বিচার প্রার্থীদের ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলায় গিয়ে মামলায় হাজিরা দিতে হবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের আদেশ বাতিল করার দাবি জানান আইনজীবীরা।

এ সময় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়েদুর রহমান শাজাহান, পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, অ্যাডভোকেট শাজাহান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close