কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

কেন্দুয়ায় অজ্ঞাত রোগে ৪ গরুর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের শিবপুর গ্রামে অজ্ঞাত রোগে গত তিনদিনে এক কৃষকের চারটি গরু মারা গেছে। আক্রান্ত হয়েছে আরো তিনটি গরু। এতে দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, কৃষকের গোয়ালে সাতটি গরু ছিল। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি ষাঁড় মারা যায়। তাছাড়া আগেরদিন বুধবার একটি গাভী এবং গত মঙ্গলবার একসঙ্গে একটি ষাঁড় ও একটি গাভীর মৃত্যু ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আমিনুল ইসলাম জানান, দেখতে দেখতে চোখের সামনে দুই লক্ষাধিক টাকার চারটি গরু মারা গেছে। মৃত্যুর আগে গরুগুলির খিঁচুনির পাশাপাশি মুখ দিয়ে লালাও পড়ে। এরপর আস্তে আস্তে সেগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে গরুগুলোর মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ের জন্য উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার এলাকায় গিয়ে মৃত গরুর নমুনা সংগ্রহ করা হয় বলে জানান উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীনুল হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close