মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

মাধবপুরে রাইস মিল থেকে চাল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে খাদ্য বান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল উপজেলার মীরনগর আদনান রাইস মিল থেকে জব্দ করা হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা ইউএনও মল্লিকা দে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন। এতে সরকারি বস্তায় ভর্তি ২৫ বস্ত এবং অন্য বস্তায় ভর্তি সহ মোট ৫০ বস্তার অধিক চাল জব্দ করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন বলেন, কিভাবে এত গুলো চাল ওই রাইচ মিলে গেল তা তদন্ত করে দেখা হবে। তিনি জানান, ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব চলমান কর্মসূচীর আওতায় আন্দিউড়া ইউনিয়নে এরশাদ আলী ও আব্দুল হক নামে দুই জন ডিলার চাল বিতরনের দায়িত্বে ছিল। এছাড়া আন্দিউড়া ইউনিয়নের উপ সহকারী কৃষিকর্মকর্তা রফিকুল ইসলাম বিতরনের সময় মনিটরিং কর্মকর্তা ছিলেন। ইউএনও মল্লিকা দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিলারের সঙ্গে তার কথা হলে জানায়, আতপ চাল হওযায় অনেক উপকার ভোগী চাল গহীতা সেচ্ছায় রাইচ মিলে চাল গুলো বিক্রি করে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close