উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের এক মাসের কারাদন্ড

কুড়িগ্রামের উলিপুরে ইভটিজিং করার অপরাধে মাসুদ রানা (২৪) নামের এক বখাটেকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মাসুদ রানা পৌরসভার রামদাস ধনিরাম তেতুলতলা গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পৌরসভার রামদাস ধনিরাম তেতুলতলা গ্রামের মাসুদ রানা গত বুধবার একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে কর্মস্থলে যাওয়ার পথে লম্পট মাসুদ রানা তার পথরোধ করে কুপ্রস্তাব দেয়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে।

পরে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত রানাকে এক মাসের কারাদন্ড দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close