আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

আমতলী পৌরসভায় শতকোটি টাকার উন্নয়নকাজ

বরগুনার আমতলী পৌরসভায় নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চলছে নানা উন্নয়ন কর্মযজ্ঞ। পৌরসভার বিভিন্ন সড়কে স্থাপন করা হয়েছে আধুনিক এলইডি বাতি। বিভিন্ন রাস্তা উঁচু ও চওড়া করা হয়েছে। তৈরি করা হচ্ছে আরো দুটি ওভারহেড পানির ট্যাংক। পৌর ভবনের সামনে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা ও মাল্টিপারপারস মার্কেটের কাজ চলছে। শতাধিক কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।

এর মধ্যে ৪২ কোটি টাকার উপকূলীয় পরিবেশগত শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ২২ কোটি টাকার বিএমডিএফ, ৫ কোটি টাকার বিসিসিটিএফ, ৭ কোটি টাকার এডিপি প্রকল্প উল্লেখযোগ্য বলে জানিয়েছেন আমতলী পৌর প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। অন্যান্য উন্নয়নমূলককাজের মধ্যে রয়েছে সাইক্লোন শেল্টার, টিউবওয়েল, ব্রিজ-কালভার্ট, পাবলিক টয়লেট, অডিটরিয়াম, ঈদগাহের উন্নয়ন প্রভৃতি।

আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান জানিয়েছেন, তার আমলে আমতলী পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। জেলার মধ্যে আমতলী পৌরসভাকে তিনি একটি আধুনিক সুবিধাসংবলিত মডেল পৌরসভা রূপে গড়ে তুলতে সচেষ্ট রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close