মেহেরপুর প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

মেহেরপুরে কেমিক্যাল দিয়ে মেরে ফেলা হচ্ছে গাছ

মেহেরপুর জেলা শহরের ওয়াবদা সড়কে ‘হাঁদু বাবুর বাগান’ নামে পরিচিত বহু বছরের পুরোনো আম ও লিচুর গাছ পরিকল্পিতভাবে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে। ইতোমধ্যে ৯টি আম ও লিচুর গাছ কেমিক্যাল দিয়ে মেরে ফেলা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, গাছের গোড়ায় মাটি দেওয়ার কারণে গাছগুলো মারা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের ওয়াবদা সড়কে রাস্তা থেকে প্রায় এক শ ফুট দূরে হাঁদু বাবুর বাগানে নিজস্ব সম্পত্তিতে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। রাস্তার পাশে সরকারি জায়গায় ব্রিটিশ শাসনামলে এসব গাছ লাগানো হয়। মার্কেটের সামনের আম ও লিচুর গাছগুলো কেমিক্যাল দিয়ে মেরে ফেলা হয়েছে। মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেন, গাছগুলো তাদের দোকানের শাটারের সামনে হওয়াতে সমস্যা হয়। এ জন্য কেমিক্যাল দিয়ে মেরে ফেলা হয়েছে। এ প্রসঙ্গে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ডিডিএলজি) খায়রুল হাসান প্রতিদিনের সংবাদকে জানান, বিষয়টি সম্পর্কে তার জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close