কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

কুলাউড়ায় ইউএনও শূন্য এক মাস

কুলাউড়ায় গত একমাস ধরে ইউএনও শূন্য রয়েছে। এমতাবস্থায় উপজেলা প্রশাসনিক কাজে অচলাবস্থা দেখা দিয়েছে। উপজেলায় বিভিন্ন কাজে আসা জনসাধারনদের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ইউএনও পদে নতুন কোন কর্মকর্তা নিয়োগ না দিয়ে পূর্বের ইউএনও চৌ. মো. গোলাম রাব্বীকে সিলেট বিভাগ থেকে রাজশাহী বিভাগের তানোর উপজেলায় বদলী করা হয়। পরে তিনি গত মাসের ৯ আগষ্ট জেলা প্রশাসকের আদেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদি উর রহিম জাদিদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

এদিকে শুন্য পদে এক মাস ধরে নতুন ইউএনও যোগদান না করায় সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদকে একই সঙ্গে উভয় দায়িত্ব পালন করতে হচ্ছে।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বলেন, এ বিষয়ে সিলেট বিভাগীয় কমিশনার মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে। খুব শীঘ্রই কুলাউড়ায় নতুন একজন ইউএনও প্রেরণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close