শাবিপ্রবি প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

শাবিপ্রবিতে ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ সময় তারা দাবি করেন, গত বছরের চেয়ে ফরমের মূল্য ৫০ টাকা বেশি বৃদ্ধি করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে মিছিলটি শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শাবিপ্রবি শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিরুল আযম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন কার্যকরী কমিটির সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, মঈনুদ্দিন মিয়া, এম কে মুনিম প্রমুখ।

প্রসঙ্গত, গত বছর ‘এ’ ও ‘বি-১’ ইউনিটের ভর্তি ফরমের মূল্য ছিল ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ছিল ৯০০ টাকা, যা এ বছর ৫০ টাকা বৃদ্ধি করে যথাক্রমে ৮৫০ ও ৯৫০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close