শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

ফেসবুকে সমালোচনা

মাদ্রাসার ভিত্তিপ্রস্তরে সংসদ সদস্যের সঙ্গে পুত্রের নাম!

গাজীপুরের শ্রীপুরে রাষ্ট্রীয় অর্থে নির্মিতব্য একটি মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) নামের সঙ্গে নিজের নাম ব্যবহার করে ফলক উদ্বোধন করেছেন এমপি পুত্র অ্যাড. মো.জামিল হাসান দূর্জয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় পর্যায়ে সমালোচনা তৈরি হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর উপজেলার বরমী ইউনিয়নের বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসায় একটি চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ রহমত আলীর পুত্র অ্যাড. মো. জামিল হাসান দূর্জয়। অভিযোগ আছে, তিনি সংসদ সদস্যের লোগোসহ গাড়িটিও ব্যবহার করেছেন। এ ঘটনায় এমপির লোগো ব্যবহৃত গাড়ি ও নাম ফলকের ছবি ফেসবুকে মাধ্যমে ভাইরায় হয়েছে। এ নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন ব্যবহারকারীরা। রহিম সরকার নামে একজন লিখেছেন, ‘এই ফলকটি দেখে কি ভাবব? এও কি সম্ভব? আরো কত কি যে দেখব আল্লাহই জানে।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসায় একটি ভবনের নিচ তলার ভিত্তিপ্রস্তর স্থানীয় এমপি উপস্থিতিতে স্থাপন করার কথা ছিল। তিনি অসুস্থ্য থাকায় তার ছেলে দূর্জয় ভিত্তি ফলক উন্মোচন করেন। কিন্তু নাম ফলকে পিতার নামের নিচে নিজের নামটিও উল্লেখ করেন। এ ছাড়া অনুষ্ঠানে আসতে তিনি সরকারি লগো সংবলিত পিতার গাড়িটিও ব্যবহার করেন বলে জানান স্থানীয় জাফর আলী। মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘আমরা ভাই চাকরি করি, কি করবো!’

গাজীপুর জর্জ কোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল বলেন, ‘সরকারি অর্থে নির্মিতব্য কোন ভবন বা অন্য কিছুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন ফলকে কখনই সংসদ সদস্যের পুত্রের নাম ব্যবহার করা যায় না।’ জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক ডা. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সংসদ সদস্য পুত্র যদি ওই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হয়ে থাকেন, তাহলে তিনি ভিত্তিপ্রস্থত স্থাপন করতে পারেন। এমপির পক্ষে নিজের নাম লেখাটা উচিত হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close