লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

লক্ষ্মীপুরে ১০ টাকা মূল্যে চাল পাচ্ছে ৪৮ হাজার পরিবার

লক্ষ্মীপুর জেলায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী প্রায় ৪৮ হাজার হতদরিদ্র পরিবারকে প্রতি কেজি চাল ১০ টাকা মূল্যে দেওয়া হচ্ছে। এ বছর জেলায় প্রায় ১ হাজার ৪৩৩ টন চাল বিতরণ করা হবে। খাদ্য অধিদফতর অনুমোদিত ১১১ জন ডিলারের মাধ্যমে নির্ধারিত স্থানে এসব চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর ইউএনও মোহাম্মদ শাহ্জাহান আলী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, খাদ্য পরিদর্শক তানিয়া সুলতানা, ইউপি সচিব মনোয়ার হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন, মান্দারী ইউনিয়নের ডিলার ছালেহ আহম্মদ রাব্বি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close