রাবি প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৮

চবি সাংবাদিককে মারধরের ঘটনায় রাবিসাসের নিন্দা

র‌্যাগিংয়ে বাধা দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে রাবিসাসের সভাপতি ছালেকীন আহমেদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ এ দাবি জানান। সাংবাদিক নেতারা জানান, গত সোমবার দুপুর দেড়টায় শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে র‌্যাগিং করেন ছাত্রলীগ নেতা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুপক।

এ সময় চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক ‘আলোকিত বাংলাদেশ’-এর চবি প্রতিনিধি মিনহাজুল ইসলাম তুহিন বাধা দিলে রুপকের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী তাকে এলোপাতাড়ি মারধর করে।

তারা আরো বলেন, সাংবাদিককে হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যা আমাদের উদ্বিগ্ন করছে। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এসব নির্যাতন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা। তাই তারা দ্রুত এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close